চুলের আগা ফাটা বন্ধ করার সহজ পদ্ধতি




 চুল ছাঁটা

এটি চুলের ফাটা রোধ করার একটি সহজ উপায়। অনেকেই ভাবে এতে চুল ছোট হয়ে যাবে । তাই তারা চুল ছাঁটতে চান না। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে নিয়মিত চুল ছাঁটলে দ্রুত বাড়ে।

চায়ের লিকার
চায়ের ঠাণ্ডা লিকার চুলের আগা ফাটা প্রতিরোধ করে। একটি পাত্রে চায়ের লিকার নিয়ে চুলের আগা তাতে ডুবিয়ে রাখুন ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত চায়ের লিকার ব্যবহারে চুলের আগা ফাটা প্রতিরোধ করা সম্ভব।

অলিভ অয়েল
শুধু ত্বক নয় চুলের জন্যও অলিভ অয়েল সমান উপকারী। চুলের গোড়ার সঙ্গে আগাতেও অলিভ অয়েল লাগালে দেখবেন চুলের আগা ফাটার পরিমাণ অনেকটাই কমে যাবে।

গরম টাওয়েল ট্রিটমেন্ট
এ পদ্ধতি শুধুমাত্র চুলের আগা ফাটা রোধ করে না; পাশাপাশি চুলের কোমলতাও ধরে রাখতে সাহায্য করে। এজন্য প্রথমে ভালোভাবে চুলে তেল লাগান। তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চিপে নিন। এই তোয়ালে গরম থাকতেই পুরো মাথায় জড়িয়ে ফেলুন। ১০ মিনিট রেখে খুলে ফেলুন। এভাবে ৩-৪ বার করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

লেবুর রস
লেবুর রস সৌন্দর্য চর্চায় নানাভাবে ব্যবহার করা হয়। চুলের যত্নেও তাই। লেবুর রসের সাথে সমপরিমাণ পানি চুলের আগায় ভালো করে লাগান। ‌এরপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করলে ভালো উপকার পাবেন।


সুন্দর চুল মানুষের সৌন্দর্য আরো বহুগুনে বৃদ্ধি করে।চুলের সঠিক পরিচর্যা না করলে চুলের সৌন্দর্য নস্ট হয়।চুল পড়ে যায়।চুলের মাথা ফেটে যায়,চুল রুঙ্ক হয়ে যায়,চুল ধুসর হয়ে যায়।চুল পড়া শুরু হলে মানুষের আত্তবিশ্বাস কমে যায়,বাহ্যিক সৌন্দর্য নস্ট হয়।তাই সকলেরই চুলের যত্ন নেয়া প্রয়োজন,সঠিক পরিচর্যা করা প্রয়োজন


hire

This is an easy way to prevent hair breakage. In many ways, the hair will be shorter. So they don’t want to cut hair. But many people may not know that regular haircuts lead to faster growth.


Tea liqueur

The cold liqueur of the tea prevents split ends. Dip the ends of the hair in a pot with tea liqueur, leave it for 10 minutes and wash it off. Thus, regular use of tea liqueur can prevent split ends.


Olive oil

Olive oil is equally beneficial not only for skin but also for hair. Applying olive oil on the ends of the hair will also reduce the amount of split ends.


Warm towel treatment

This method not only prevents split ends; As well as helping to retain the softness of the hair. For this, first apply oil on the hair well. Then soak the towel in hot water and squeeze. Wrap the whole head in this towel while it is still warm. Leave it for 10 minutes and remove it. Do this 3-4 times. Now wash it with.Beautiful hair enhances the beauty of a person many times. If you do not take proper care of the hair, the beauty of the hair is lost. The hair falls out. The hair falls out, the hair becomes brittle, the hair becomes gray. When hair begins to fall, people's self-confidence decreases, external beauty Yes. So everyone needs hair care, proper care

Post a Comment

0 Comments